বুধবার, ২৯ Jun ২০২২, ০৯:৫০ পূর্বাহ্ন
সারা পৃথিবী এখন লড়াই করছে মারন ভাইরাস করোনার সাথে।
তার মধ্যেই একটা ছোট্ট প্রয়াস World Home Theatre।
পৃথিবীর বহু দেশের বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ করে তৈরি হয়েছে World Home Theatre।
এই কার্যক্রমে ওয়ার্ল্ড হোম থিয়েটারে যোগ হয়েছে বাংলাদেশসহ
শ্রীলঙ্কা পাকিস্তান আমেরিকা হংকং আর্জেন্টিনা রাশিয়া মেক্সিকো অস্ট্রিয়া প্যালেস্টাইন ফ্রান্স এর মতো দেশ গুলো।
বাংলাদেশ থেকে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর পক্ষে দলের সভাপতি রাহুল রাজ অংশগ্রহণ করেছে ওয়ার্ল্ড হোম থিয়েটারের কার্যক্রমে
এবং দেশকে প্রতিনিধিত্ব করেছে বিশ্বমঞ্চে। লকডাউন সারা পৃথিবী জুড়ে চললেও ক্রিয়েটিভ ভাবে কখনো লকডাউন হয়না।
থেমে থাকে না ভাবনাচিন্তা সৃষ্টি। তাই সারা পৃথিবীর ক্ষুদ্র ক্ষুদ্র পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তৈরি এই ওয়ার্ল্ড হোম থিয়েটার।
ভারতের সাংস্কৃতিক কর্মি ও সংগঠক সম্রাট শর্মার ভাবনা ও উদ্যোগে এই বিশ্ব নাট্য কর্মযোগ সম্ভব হয়েছে ।
পশ্চিম বাংলা তথা ভারত থেকে তৈরি হয়েছে ওয়ার্ল্ড হোম থিয়েটার। যেটি undu entertainment ফেসবুক পেজে এবং undo- YouTube channel-এ দেখা যাবে খুব শীঘ্রই।।
প্রথম পর্বে 12 টি দেশ পরবর্তীতে আরো বেশ কিছু দেশকে নিয়ে এইরকম একটি স্বল্পদৈর্ঘ্যের ভিডিও তৈরি করার চিন্তাভাবনা রয়েছে।