মঙ্গলবার, ২৮ Jun ২০২২, ০৩:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠির কাঠালিয়ায় ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে সরেজমিনে চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার বানাই মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. ফরিদ উদ্দিন ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের হাতে চেক তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুমিত সাহা, জেলা এলএও আবু মুসা, উপজেলা আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন, শহীদ রাজা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল বাসার বাদশা ও শিক্ষক মো. নাসির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্টাল এনভারমেন্ট ইমপ্রভমেন্ট প্রজেক্ট এর আওতায় ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ৪৮লক্ষ ৯৩ হাজার ৩১১ টাকার ২৫টি চেক সরেজমিনে বিতরণ করা হয়।