বুধবার, ২৯ Jun ২০২২, ০৯:৩৪ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক:
মেকআপ শিল্পীর তুলির ছোঁয়ায় ঝলমলে হয় নায়ক-নায়িকার মুখমণ্ডল। প্রত্যেকটি চলচ্চিত্রে একজন মেকআপ শিল্পী ও তার সহযোগী হয়ে তিন-চারজন কাজ করেন। পারিশ্রমিক হিসেবে প্রতিদিন পান দুই থেকে আড়াই হাজার টাকা। সহকারীরা পান এক হাজার টাকা। মাসে আট-দশ দিন কাজ করলেই চালিয়ে নিতে পারেন সংসার।
দীর্ঘদিন ধরেই চলচ্চিত্রে মন্দাভাব। কাজ কমেছে ৮০ শতাংশ। যে কারণে কমেছে মেকআপ শিল্পীর সংখ্যাও। বর্তমানে কাজ করছেন ৫০ জনের মতো। করোনাভাইরাসের প্রকোপে বন্ধ রয়েছে শুটিং। যে কারণে সমস্যায় রয়েছেন ৩৫ জনের মতো মেকআপ শিল্পী। এবার তাদের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।
সোমবার (১৩ এপ্রিল) চলচ্চিত্র রূপসজ্জাকর সমিতির নেতাদের হাতে একটি চেক তুলে দেন তারা। এমনটিই জানিয়ে সমিতির সভাপতি শামসুল ইসলাম, ফেরদৌস ও পূর্ণিমা আমাদের পাশে দাঁড়িয়েছেন। আমাদের হাতে একটি চেক তুলে দিয়েছেন। যে টাকা দিয়েছেন, তা দিয়ে এই আপৎকালে কিছুদিন খেয়ে পরে বেঁচে থাকতে পারবে বিপদে পড়া সদস্যরা।
শুধু ফেরদৌস ও পূর্ণিমাই নয় এর আগে মেকআপ শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন চিত্রনায়িকা নিপুণ ও চিত্রনায়ক অনন্ত জলিল।