শনিবার, ০২ Jul ২০২২, ০৮:০০ পূর্বাহ্ন
বাংলালিংক বাংলাদেশের অন্যতম মোবাইল অপারেটর।আপনি কি আপনার প্রিয়জনকে বাংলালিংক এর এমবি ট্রান্সফার করতে চান? আমরা এখানে বাংলালিংক এমবি ট্রান্সফার সিস্টেম সম্পর্কে বিশদ আলোচনা করেছি।
একটি বাংলালিংক সিম অপারেটরের সংরক্ষিত এমবি অন্য একটি বাংলালিংক সিমে প্রেরণের জন্য আপনাকে কিছু ফর্মুলা অনুসরণ করতে হবে। পর্ণলাবা প্রক্রিয়াটি খুব সহজেই অল্প সময়ের মধ্যে আপনি আপনার প্রিয়জনকে অথবা অন্য কোন বাংলালিংক মোবাইল অপারেটরকে প্রেরণ করতে পারেন।
এমবি বাড়াটা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার উৎস। এমবি ছাড়া যেন একদিনও চলতে চায় না।বিপুল সংখ্যক লোক বাংলালিংকে এমবি ট্রান্সফার সিস্টেম সম্পর্কে জানেন না।তাদের জন্য আমরা বিষয়টি শেয়ার করেছি যাতে আপনারা সহজেই আপনার পরিবারের সদস্য ও বন্ধু অথবা অন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে বাংলালিংক এমবি ট্রান্সফার করতে পারেন।
আপনি এমবি অনুরোধ করতে পারেন এবং এমবি স্থানান্তর করতে পারেন। অনলাইনের এই যুগে সবই সম্ভব হচ্ছে।জরুরী পরিস্থিতিতে আপনার কাছে কেউ বাংলালিংক এমবি চেয়ে অনুরোধ করতে পারেন।সেই অনুরোধে সম্মান রক্ষার্থে আপনি বাংলালিংক নম্বরে এমবি ট্রান্সফার করতে পারেন ইন্টারনেট ভাগ করতে পারেন।
যে কোন বাংলালিংক প্রিপেইড গ্রাহকরা এ সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না।
বাংলালিংক এমবি স্থানান্তর পরিষেবার বিবরণটি দেখুন-
আপনি আপনার কাঙ্খিত নম্বরে এমবি প্যাকেজ স্থানান্তর করতে পারেন। নিম্নে সেই প্যাকেজগুলো একটি বক্সে স্থাপন করা হয়েছে।
প্যাকেজ ভলিউম | বিডিটিতে দাম | বৈধতা (দিনের মধ্যে) |
45 এমবি | 10 টি কে | 1 দিন |
60 এমবি | 15 টি কে | 3 দিন |
100 এমবি | 20 টি কে | 7 দিন |
160 এমবি | 30 টি কে | 7 দিন |
300 এমবি | 99 টি কে | 30 দিন |
1 জিবি | 210 টি | 30 দিন |
2 জিবি | 350 টি কে | 30 দিন |
বাংলালিংক এমবি ট্রান্সফার সিস্টেম সম্পর্কে আপনার যদি অন্য কোন তথ্যের প্রয়োজন হয় তবে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করব।